চট্টগ্রাম

অনন্যা আবাসিক ভবন নির্মাণে জোর প্লট মালিকদের

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনন্যা আবাসিক এলাকায় অবকাঠামো সমস্যা সমাধানসহ দ্রুত ভবন নির্মাণে জোর দিয়েছেন প্লট মালিকরা।

শুক্রবার (১০ মে) বিকেলে অনন্যা আবাসিক এলাকার ডি ব্লকে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা জানান।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আহমদ হোসেনের সভাপতিত্বে ও কোরবান আলী সিআইপির উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক পরিচালক জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা জজ সামসু উদ্দীন খালেদ। বক্তব্য রাখেন ব্যবসায়ী মো. কোরবান আলী সিআইপি, প্রফেসর মো. শামসুদ্দিন, নাসির উদ্দিন আহমদ চৌধুরী, ডা. কাজী আলী আকবর প্রমুখ।

সভায় অনন্যা আবাসিক এলাকায় উন্নয়ন কার্যক্রম সমন্বয় করার জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক পরিচালক জাফর আলমকে উপদেষ্টা সদস্য। কোরবান আলী সিআইপিকে কো-অর্ডিনেটর, আরিচ আহমেদ, গোলাম কিবরিয়া, আরিফুর জামান তানবির ও আহমেদ আল রাফসানকে সদস্য করে পাঁচ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়।

আগামী ২৪ মে বিকেল ৪টায় প্লট মালিকদের উপস্থিতিতে (অনন্যা আবাসিকের উঠান প্রাঙ্গণে) এই আহবায়ক কমিটি গঠন করার সিন্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d