আন্তর্জাতিক

অন্যের ঘাড়ে দোষ চাপাতে চাইছেন পুতিন: জেলেনস্কি

রাশিয়ার রাজধানী মস্কোর কাছের একটি কনসার্ট হলে গত শুক্রবারের ভয়াবহ প্রাণঘাতী হামালার দায় ভ্লাদিমির পুতিন অন্যের ঘাড়ে চাপাতে চাইছেন বলে মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত শনিবার রাতে তার নিয়মিত ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, পুতিন এবং অন্যান্য লুটেরারা সব সময় শুধু অন্যের ঘাড়ে দোষা চাপানোর চেষ্টা করেন। তাদের কৌশল সব সময় একই থাকে। আমরা আগেও এর সবকিছুই দেখেছি, ভবন ধ্বংস করা, গোলাগুলি, বিস্ফোরণ। এবং তারা সবসময় দোষ চাপাতে অন্য কাউকে খুঁজে বের করে। খবর বিডিনিউজের।

গত শনিবার রাতে জেলেনস্কির ওই ভিডিও বার্তা প্রকাশের পর এর প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, জেলেনস্কি একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি (মস্কোয়) ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার জন্য রাশিয়াকেই দায়ী করার মত যথেষ্ট পাগল।

এদিকে কনসার্ট হলে হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার এক ব্যক্তি জানিয়েছেন, হামলা চালানোর জন্য তাকে পাঁচ লাখ রুবল বা পাঁচ হাজার ৪০০ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস গতকাল এই তথ্য জানিয়েছে।

আটক ওই ব্যক্তি বলেন, টাকার জন্য আমি ক্রোকাসে মানুষের ওপর গুলি ছুঁড়েছি। আমাকে প্রায় ৫ লাখ রুবল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো। তাসের প্রতিবেদনে আরও বলা হয়, অংশগ্রহণ নিশ্চিত করার জন্য হামলায় আগেই ওই ব্যক্তিকে কার্ডে অর্ধেক অগ্রিম পরিশোধ করা হয়েছিল। এছাড়া কাজ শেষ হওয়ার পর বাকি টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছিলো।

গত শুক্রবার রাজধানী মস্কোর কাছের ক্রাসনোগরস্কের একটি সিটি হলে কনসার্ট আয়োজনে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ১৪৩ জন নিহত হয়েছে। হামলার পরপরই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করে। প্রমাণ হিসেবে শনিবার আমাক থেকে টেলিগ্রামে এক পোস্টে সন্দেহভাজন চার হামলাকারীর একটি ছবি প্রকাশ করেছে আইএস লিখেছে, ইসলামিক স্টেট এবং ইসলামের বিরুদ্ধে লড়াইরত দেশগুলোর মধ্যে তুমুল যুদ্ধের প্রেক্ষাপটে এই হামলাটি হয়েছে। তবে আইএস দায় স্বীকার করলেও রাশিয়া এ হামলার পেছনে ইউক্রেনের যোগসূত্রিতা খোঁজার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d