অবরোধে রাঙ্গামাটি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যান
বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধের প্রথম দিনে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে প্রায় সব কিছুই স্বাভাবিক রয়েছে। কেবল খাগড়াছড়ি-বান্দরবান-চট্টগ্রামগ্রামী দূর পাল্লার যাত্রীবাহী বাসসহ পণ্য পরিবহনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া জেলা শহরের অভ্যন্তরীণ যান অটোরিকশা চলাচল এবং কাপ্তাই হ্রদে নৌ-যান চলাচল আগের নিয়মেই চলছে। রাঙ্গামাটি জেলা শহরের মোড়ে-মোড়ে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। নাশকতার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে সরেজমিন দেখা গেছে, অবরোধের প্রথম দিনেও গত রোববারের হরতালের মতো মাঠে নামেনি বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। জেলা বিএনপির কার্যালয়ও রয়েছে বন্ধ।
কার্যালয়ের আশপাশেও কোনো নেতাকর্মীদের দেখা যায়নি। জেলা শহর ও উপজেলাগুলোতেও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। জেলা শহরের একমাত্র অভ্যন্তরীণ যোগাযোগমাধ্যম সিএনজি অটোরিকশা চলাচল আছে। সকালে জেলা শহরেরর রিজার্ভবাজার লঞ্চঘাট থেকে আগের নিয়মেই ছেড়ে গেছে উপজেলাগামী লঞ্চ-বোট।
এদিকে, অবরোধের কারণে সড়ক ও নৌপথে প্রভাব না পড়ায় সরকারি অফিস-আদালতের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক, রাঙ্গামাটি-বান্দরবান সড়ক এবং রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় সরাসরি যাতায়াত বন্ধ আছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘অবরোধে সবকিছুই স্বাভাবিক রয়েছে, পরিস্থিতি শান্তিপূর্ণ। নাশকতার পরিকল্পনায় গত রাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুইজনকে আজকে আদালতে তোলা হয়েছে।’