অবরোধে স্বাভাবিক চট্টগ্রামের নগরজীবন
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামে স্বাভাবিক হয়ে উঠেছে নগর জীবন। চলেছে অফিস আদালত। খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান, বড় মার্কেটও। রাস্তাঘাটে লোকজনের আনাগোনা কম। নিত্যপণ্য ছাড়া অন্য দোকানপাটে বেচাকেনা তেমন নেই। তাছাড়া নগরী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার গন্তব্যে ছেড়ে যায়নি দূরপাল্লার বাসও।
তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। অবরোধের সময় নগরীতে ও নগরের বাইরে কয়েক স্থানে পরিবহনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে। অন্যদিকে দু’য়েকটি স্থানে ঝটিকা মিছিল করছে বিএনপির নেতাকর্মীরা। তবে চট্টগ্রাম মহানগরীর কোথাও জামায়াতের নেতাকর্মীদের দেখা যায়নি।
বুধবার দুপুরে সরেজমিন দেখা গেছে, নগরীর কাজীর দেউড়ি, লালখান বাজার, টাইগার পাস, আগ্রাবাদ, পাহাড়তলী, অলংকার মোড়সহ প্রত্যেকটি এলাকায় জনজীবন ছিল স্বাভাবিক। চলছে যানবাহনও। তবে স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রী কম।
সিএমপির পশ্চিম বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, আমাদের পশ্চিম জোনে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ (বুধবার) এ পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়নি। তবে দূরপাল্লার বাসগুলো কম ছাড়ছে। লোকাল বাসগুলো স্বাভাবিক নিয়মে চলছে।