অবৈধভাবে বালু উত্তোলন, দুই ব্যবসায়ীর কারাদণ্ড
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে তোলা বালুর ব্যবসায় জড়িত থাকার অপরাধে দুই ব্যবসায়ীকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অভিযানে বালু ব্যবহৃত ১টি পিকআপ ট্রাক ও ৪টি স্ক্যাভেটর জব্দ করা হয়।
সোমবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বরকল ব্রিজ সংলগ্ন বরকল ও বরমা ইউনিয়নের উত্তর কেশুয়া ও বরকল মৌজা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
দণ্ডিতরা হলেন— মোহাম্মদ মঈন উদ্দীন এবং মোহাম্মদ মিয়া হোসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, চন্দনাইশ-আনোয়ারা মহাসড়কের দুইপাশে দীর্ঘদিন ধরে বালুর স্তুপ করে অবৈধভাবে ব্যবসা করে আসছিল অসাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদ পেয়ে আজ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু বিপনণের কাজে সহযোগিতা করায় দুই বালু ব্যবসায়ীকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। সঙ্গে বালু বিপনণের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ট্রাক ও ৪টি স্ক্যাভেটর জব্দ করা হয়।