অমর্ত্য সেনকে নিয়ে গুজব না ছড়াতে মেয়ের অনুরোধ
নোবেলবিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন মারা গেছেন বলে যে গুজব ছড়িয়েছে তাতে কান না দিতে বলেছেন তার মেয়ে নন্দনা সেন।
তিনি বলেছেন, আমি অনুরোধ করছি, এসব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভালো আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তার সঙ্গেই ছিলাম। খবর বিডিনিউজের।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে বাবা অমর্ত্যর মৃত্যুর গুজবের পর কিছু সংবাদমাধ্যমে খবর আসার পর আনন্দবাজারকে এ প্রতিক্রিয়া জানিয়েছেন নন্দনা।
এদিন এবারের অর্থনীতিতে নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিনের নামে খোলা ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যাতে বলা হয়, অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে মারা গেছেন। সেই সূত্র ধরে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম অমর্ত্য সেন মারা গেছেন বলে প্রতিবেদন প্রকাশ করে। আর ওইসব সংবাদমাধ্যমের বরাতে বাংলাদেশেও কিছু সংবাদমাধ্যম একই সংবাদ প্রকাশ করে।