অস্ত্র মামলায় পলাতক আসামির ১৭ বছরের কারাদণ্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানার ২২ বছর আগের অস্ত্র উদ্ধারের মামলায় আবুল খায়ের নামে এক ব্যক্তিকে ভিন্ন ধারায় মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৪ জুন) চট্টগ্রামের ৯ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ মঞ্জুর হোসেন এ রায় দেন। তবে রায় প্রদানের সময় মামলার আসামি পলাতক ছিল।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
তিনি জানান, দীর্ঘ ১০ জনের মধ্যে ৬ জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে আসামি আবুল খায়েরকে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন সাজা আদালত। উভয় সাজা একসাথে চলবে। রায় প্রদানের সময় মামলার আসামি পলাতক ছিল। রায় প্রদানের পরে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, আসামি আবুল খায়েরের হেফাজত থেকে একটি পলিথিনের ব্যাগে ২টি দেশীয় তৈরি এলজি ও ১০টি বন্দুকের কার্তুজ উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ। সেসময় ওই থানার তৎকালীন এক উপপরিদর্শক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।