আইপিএল ড্রাফটে নেই সাকিব-লিটনের নাম
আইপিএলের গত মৌসুমে সাকিব আল হাসান ও লিটন দাস কলকাতা নাইট রাইডার্সে খেললেও এবারের ড্রাফটে নেই তাদের নাম। তবে আরও ৬ বাংলাদেশি এবারের ড্রাফটে নাম লিখিয়েছেন। তারা হলেন- মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ।
শুক্রবার ড্রাফটের তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
সম্প্রতি নিলামের আগে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ড্রাফটে এই কাটার মাস্টারের ভিত্তি মূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। বাকি পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের ভিত্তি মূল্য অবশ্য অনেক কম।
সব মিলে ১১৬৬ খেলোয়াড়ের নাম ড্রাফটে রয়েছে। ড্রাফট অনুষ্ঠিত হবে দুবাইয়ে ১৯ ডিসেম্বর।
২০২২ সালে নিলামে ডাক না পাওয়া সাকিবকে গত আসরে দ্বিতীয়বারের মতো দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরে কোনও ম্যাচ না খেলেই ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। উইকেটকিপার ব্যাটার লিটন দাসের অবশ্য গত আসরেই আইপিএল অভিষেক হয়েছে। খেলার সুযোগ হয়েছে একটি ম্যাচ। তাতে ৪ রানের পাশাপাশি একটি স্টাম্পিং মিস করেছেন। মোস্তাফিজ দিল্লির হয়ে গত আসরে দুই ম্যাচে নিয়েছেন একটি উইকেট। তার ইনোকনমি ছিল ১১.২৯।