পার্বত্য চট্টগ্রাম

আগস্টের বন্যায় বান্দরবানে ৫০০ কোটি টাকা ক্ষতি

আগস্টের ভয়াবহ বন্যায় বান্দরবানে ক্ষয়ক্ষতি প্রায় ৫শ’ কোটি টাকা। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। এখন ক্ষতি পুষিয়ে নিতে চলছে পুনর্বাসন কাজ। তবে বিভিন্ন খাতে কমেনি মানুষের দুর্ভোগ।

অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে গত আগস্টে ভয়াবহ বন্যার কবলে পরে পাহাড়ি জেলা বান্দরবান। যার জেরে এখনো বিপর্যস্ত বিভিন্ন খাত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নেটওয়ার্ক। জেলা সদরের সঙ্গে বিভিন্ন উপজেলার বিপর্যস্ত সড়ক যোগাযোগ এখনো পুরোপুরি সচল হয়নি। ফলে ভোগান্তিতে বিভিন্ন এলাকার মানুষ।

গেল দুমাস ধরে ক্ষয়ক্ষতি জানতে জরিপ চালায় বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে সড়ক, মৎস্য, কৃষি, শিক্ষা, বিদ্যুৎসহ বিভিন্নখাতের ক্ষতি নিরূপণ করা হয়েছে টাকার অংকে প্রায় ৫শ’ কোটি।

জেলা প্রশাসক জানান, ক্ষয়ক্ষতি পুষিয়ে বিপর্যস্ত বিভিন্ন খাতে পুনর্বাসনের কাজ চলছে। ইতোমধ্যে ৩৩ কেভি লাইন ও ট্রান্সফরমার ঠিক করার চেষ্টা হচ্ছে। বান্দরবান জেলায় ২ হাজার ৬০০ জন ও সদরে প্রায় ৫০০ জন কৃষককে প্রণোদনার সার ও বীজ প্রদান করা হবে। সব প্রকল্প বাস্তবায়ন হবে স্বল্প ও দীর্ঘ মেয়াদে।

পুনর্বাসনের কাজ চললেও ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। তাই সড়ক, নেটওয়ার্কসহ ক্ষতিগ্রস্ত খাতগুলোর পুনর্বাসনের কাজ দ্রুত শেষ করার দাবি জানান স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d