আগামীকাল ঢাকায় আ.লীগের সমাবেশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে শান্তি ও উন্নয়ন সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ।
আগামীকাল বুধবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।
এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।