আনকাট সেন্সর পেলো টাইগার থ্রি
কোনো কাটছাট ছাড়াই সেন্সর পেলো সালমান খানের টাইগার থ্রি। বলা হয়েছে সব বয়সী মানুষই দেখতে পারবে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলা জানায়, ভারতীয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে ইউ/এ সার্টিফিকেট পেয়েছে টাইগার থ্রি। অর্থাৎ সব বয়সী দর্শকই সিনেমাটি দেখতে পারবে। টাইগার থ্রির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৩ মিনিট। তবে ১২ বছর বা তার কম বয়সীদের ক্ষেত্রে কোনো অভিভাবক সঙ্গে থাকতে হবে।
টেইলর সুইফটের কনসার্ট ফিল্মের রেকর্ড আয়টেইলর সুইফটের কনসার্ট ফিল্মের রেকর্ড আয়
কিছুদিন আগে সালমান খান এক ইনস্টাগ্রাম পোস্টে ক্যাপশনে লিখেন, দিপাবলীতে টাইগার থ্রি নিয়ে আসছি। বড় পর্দায় যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। সিনেমাটি প্রেক্ষাগৃহে হিন্দি তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।
মনীশ শর্মা পরিচালিত টাইগার থ্রিতে অভিনয় করেছেন সালমান খান, ও ক্যাটরিনা কাইফ।একটি ক্যামিও চরিত্রে থাকছেন শাহরুখ খান।