পার্বত্য চট্টগ্রাম

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বান্দরবান জেলা সমাবেশ অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু ও দেশনেত্রী শেখ হাসিনার অন্যতম প্রিয় প্রতিষ্ঠান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জাতীয় নির্বাচনে, করোনাকালীন সময়ে,দূর্যোগে ও দেশের দুর্দিনে প্রশংসনীয় অবদান রেখেছে তারা।মহান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আনসার বাহিনী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে।দেশের স্বার্থে সকল রাষ্ট্রীয় কর্মকান্ডে আনসার সদস্যদের অবদান রয়েছে।ভবিষ্যতে দেশের যেকোন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে আনসার বাহিনী পাশে থাকবে।

বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ-২০২৩ এর প্রধান অতিথির বক্তব্যে এমনটাই আশাবাদ ব্যাক্ত করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বুধবার ১১ই অক্টোবর সকালে জেলার হিলভিউ কনভেনশন সেন্টারে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে বান্দরবান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক, মো: সাইফুল্লাহ রাসেল,বান্দরবান জেলার পুলিশ সুপার, সৈকত শাহীন,বান্দরবান জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট, মোহাম্মদ নুরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, শাহ আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজীব কুমার বিশ্বাস, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি জনাব আমিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d