আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার আসামি কর্ণফুলী থেকে গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার এক আসামিকে কর্ণফুলীর শিকলবাহা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার মো. ফারুক (৩৫) আনোয়ারা উপজেলা বৈরাগ ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।
শনিবার সকালে (১৩ জানুয়ারি) এই আসামিকে আনোয়ারা থানায় হস্তান্তর করে র্যাব।
র্যাব-৭ জানায়, মামলার বাদী আবুল বশর এবং আসামি মো. ফারুক সম্পর্কে প্রতিবেশি হয়। দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০২২ সালের ২১ এপ্রিল বাদীর পরিবার বাড়ির সীমানায় বাঁশের বেড়া নির্মাণ শুরু করলে আসামি মো. ফারুক এবং তার অন্যান্য সহযোগী আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণ কাজে বাধা প্রদান করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে আসামি মো. ফারুক এবং তার অন্যান্য সহযোগী আসামিরা মামলার বাদী আবুল বশর এর স্ত্রী এবং তার ভাইয়ের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে দেশিয় তৈরি রামদা, কিরিচ দ্বারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং মামালার বাদী ভিকটিমদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গ্রেপ্তারকৃত আসামি ফারুকের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা ছাড়াও আনোয়ার থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা রয়েছে।