চট্টগ্রামজাতীয়

আমি শিক্ষানবীশ, আমাকে সময় দিন : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘আমি এখনো শিক্ষানবীশ, রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন। এখনো অনেক কিছু জানার আছে, শিখতে হবে। আমি চ্যালেঞ্জ গ্রহণে রাজি আছি।’

বুধবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে পলোগ্রাউন্ডে বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড আয়োজিত ৪৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, এক সময় রেলপথ বন্ধ হওয়ার পরিস্থিতি হয়েছিল। অনেক জেলায় রেলপথ উঠে যাচ্ছিল। সেই পঙ্গু অবস্থা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে। তবে আমাদের অভিজ্ঞ লোকবলের অভাব আছে। ইতোমধ্যে বিভিন্ন পদের ৫ হাজার লোক নিয়োগ প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের ব্যবস্থা নেই কেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের পর্যাপ্ত লোকবলের পাশাপাশি ইঞ্জিন সংকট ছিল। গত এক বছর ধরে বিভিন্ন সময় রেলের ইঞ্জিন ও কোচ চায়না কোরিয়া থেকে আমদানি করা হয়েছে। কালুরঘাট সেতু নির্মাণ হতে আরও ৫ বছর লাগবে। তাই কক্সবাজার রেলসড়ক নির্মাণ যেহেতু হয়েছে, রেলের ব্যবস্থাও আমরা করে দিতে পারবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d