আন্তর্জাতিক

ইউক্রেনকে অস্ত্র দেয়ার সিদ্ধান্ত নিতে পারে দক্ষিণ কোরিয়া

ইউক্রেনকে অস্ত্র দেয়ার বিষয়টি বিবেচনা দক্ষিণ কোরিয়া বিবেচনা করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের পরই বৃহস্পতিবার (২০ জুন) এমন তথ্য জানায় দেশটির সরকার।

জানা গেছে, মূলত মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তির পাল্টা জবাবেই ইউক্রেনকে অস্ত্র দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সিউল। দুই দেশের কৌশলগত চুক্তির কঠোর সমালোচনাও করেছে দেশটি। দক্ষিণের অভিযাগ, উত্তর কোরিয়ার সাথে চুক্তি করে জাতিসংঘের নীতি লঙ্ঘন করেছেন রুশ প্রেসিডেন্ট।

দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা উপদেষ্টা চ্যাং হো-জিন বলেন, দক্ষিণ কোরিয়া সরকার মস্কো ও পিয়ংইয়ংয়ের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। নতুন করে রাশিয়ায় আরও ২৪৩টি পণ্যের রফতানি নিয়ন্ত্রণ করা হবে। ফলে, নিষেধাজ্ঞার আওতায় আসবে আমাদের মোট ১ হাজার ৪০২টি পণ্য। পাশাপাশি ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d