ইসরাইলি রকেট হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত
লেবানন সীমান্তে ইসরাইলি রকেট হামলায় বার্তাসংস্থা রয়টার্সের একজন সাংবাদিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা রয়টার্সের একজন ভিডিওগ্রাফার জানিয়েছেন, ইসরাইলের দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের আঘাত করলে রয়টার্সের একজন ভিডিও করেসপন্ডেন্ট নিহত হয়েছেন। এতে আরও ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটে।
রয়টার্স, আল জাজিরা এবং এএফপির সাংবাদিকদের দলটি ইসরাইলে সীমান্তের কাছাকাছি আলমা আল-শাবের কাছে কাজ করছিল। সেখানে ইসরাইলি সামরিক বাহিনী এবং লেবানিজ মিলিশিয়া হিজবুল্লাহ সংঘর্ষে জড়িত।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং হিজবুল্লাহর একজন আইনপ্রণেতা এই ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করেছেন।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে জাতিসংঘে ইসরাইলের দূত গিলাদ এরদান শুক্রবার এক ব্রিফিংয়ে বলেন, আমরা কখনই এমন কোনো সাংবাদিককে আঘাত বা হত্যা করতে চাই না। কিন্তু আমরা যুদ্ধের মধ্যে আছি। যুদ্ধে এসব ঘটতে পারে। তিনি জানান, তার দেশ এ ঘটনার তদন্ত করবে।
রয়টার্স এক বিবৃতিতে বলেছে, সম্প্রচারকারীদের জন্য একটি লাইভ ভিডিও সংকেত দেওয়ার সময় ইসাম আবদুল্লাহ নিহত হয়েছেন। ক্যামেরাটি পাহাড়ের দিকে নির্দেশ করা হয়েছিল। তখন একটি বিস্ফোরণে ক্যামেরাটি কেঁপে ওঠে, বাতাস ধোঁয়ায় ভরে যায় এবং চিৎকার শোনা যায়।