উখিয়ায় কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে আমন ধান কাটা শুরু
উখিয়ায় আধুনিক যন্ত্র কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে কৃষকের জমির আমন ধান কাটা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ ধান কাটা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
জেলা প্রশাসক বলেন, কম্বাইন্ড হারভেষ্টারের মাধ্যমে জমিতে চারা রোপন, শষ্য কর্তন ও ধান মাড়াই একসাথে করা যায় বলে এই প্রযুক্তি ব্যবহারে সময় অপচয় হয় না এবং অর্থের সাশ্রয় হয়। তিনি স্থানীয় চাষীদের অধিক ফলন পেতে প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কবির হোসেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, জনপ্রতিনিধিসহ কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলার বিভিন্ন গ্রামে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় স্থাপিত ৫০ একরের সমলয়ে আমন ধান চাষের ব্লক প্রদর্শনীর শস্য কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে কর্তন উদ্বোধন করা হয়।