চট্টগ্রাম

উড়ন্ত হাসপাতাল ‘অরবিস’ আসছে চট্টগ্রামে

অরবিসের অত্যাধুনিক উড়ন্ত হাসপাতাল পঞ্চমবারের মতো বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আসছে। সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালে উড়ন্ত হাসপাতালটি এ জনপদের জটিল কিছু রোগীকে চিকিৎসাসেবা, চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছেন অরবিস কর্মকর্তারা।

এ লক্ষ্যে পাহাড়তলীর চট্টগ্রাম চক্ষু হাসপাতালে অনুষ্ঠিত সভায় অরবিস ইন্টারন্যাশনাল কর্মকর্তারা এ তথ্য জানান। সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল অরবিসের উড়ন্ত হাসপাতাল।

সভায় চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, শুধু উড়ন্ত হাসপাতাল নয় অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় ২০০১ সালে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে শিশুদের চক্ষু চিকিৎসা বিভাগ চালুর পর অভিজ্ঞ চিকিৎসক দ্বারা শিশুদেরও চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

সভায় শিশুর অন্ধত্ব নিবারণ, দক্ষ মানবশক্তি তৈরিতে চক্ষু হাসপাতালের সক্ষমতা বাড়ানোর জন্য অরবিসকে ধন্যবাদ জানিয়ে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, উড়ন্ত হাসপাতাল চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উড়ন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে বাংলাদেশের চক্ষু চিকিৎসকদের তত্ত্ব ও ব্যবহারিক উভয় বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। অরবিস ইন্টারন্যাশনালের সহায়তা ছাড়া আমরা আমাদের সেবা জনগণের কাছে পৌঁছাতে পারতাম না।

এ সময় উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনাল কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. রাজীব হোসেন, অধ্যাপক ডা. মোহাম্মদ মুনিরুজ্জামান ওসমানী, অরবিস ফ্লায়িং আই হসপিটাল প্রোগ্রাম ম্যানেজার মারিয়াম আলতুন প্যারেন্ট, স্টাফ নার্স জ্যাকুলিন নিউটন, সিনিয়র ম্যানেজার আরনেস্টো মরেনো, স্টাফ অপথালমোলজিস্ট মোহাম্মাদ আল আবেদ, অরবিস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টর ডা. লুৎফুল হোসেন, ইকবাল হোসেন, প্রোগ্রাম ম্যানেজার পারভেজ হোসেন, কমিউনিকেশন স্পেশালিস্ট সাহস মোস্তাফিজ, লজিস্টিকস অফিসার মাসুদ রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d