একটুর জন্য লিড নিতে পারল না বাংলাদেশ
লিটন আউটের পর বাংলাদেশের প্রথম ইনিংস টিকল আর মাত্র দুই বল। আগা সালমানের বলে এলবিডব্লু হয়েছেন শেষ ব্যাটসম্যান নাহিদ রানা। অবশ্য আম্পায়ার আউট না দিলে বেঁচে যেতেন, এমনটাই বোঝা গেছে রিভিউ দেখে। বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৭৮.৪ ওভারে ২৬২ রানে। পাকিস্তান প্রথম ইনিংসে লিড পেয়েছে ১২ রানের।
প্রথম ইনিংসে লিড নেওয়ার খুব কাছে যখন দল, তখনই লিটনের বিদায়। অনবদ্য সেঞ্চুরি করা লিটন ফিরলেন আগা সালমানের বলে লং অনে সাইম আইয়ুবের ক্যাচ হয়ে।
২২৮ বলে খেলা ১৩৮ রানের ইনিংস নিয়ে যখন মাঠ ছাড়ছিলেন, বাংলাদেশ ড্রেসিংরুম থেকে দাঁড়িয়ে অভিবাদন জানানো হল লিটনকে।
এর আগে দারুণ খেলেও সেঞ্চুরি পেলেন না মিরাজ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৭৭ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফিরলেন ৭৮ রান করে। গুড লেংথের বলে ড্রাইভ খেলতে গিয়ে বোলার খুররাম শেহজাদের হাতে ক্যাচ তুলেছেন মিরাজ।
সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়েন লিটন-মিরাজ। এর আগে ৫০ রানের কমে ৬ উইকেট খোয়ানোর সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটিটা ছিল ১১৫ রানের। সেই রেকর্ডটিও হয়েছিল পাকিস্তানে।