একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন রোববার
রোববার (২২ অক্টোবর) বিকেল থেকে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের অধিবেশন। এটি চলতি একাদশ সংসদের ২৫তম ও ২০২৩ সালের ৫ম অধিবেশন। এই অধিবেশনটি হবে একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন।
গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন। রোববার বিকেল ৪টায় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।
সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সে অনুযায়ী বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিন শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। অর্থাৎ ১ নভেম্বর থেকে নির্বাচনের সময় গণনা ও নির্বাচনী কার্যক্রম শুরু হবে। নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর সাধারণত সংসদের কোনো অধিবেশন আহ্বান করা হয় না।
এদিকে নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার কথা শোনা যাচ্ছে। তবে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা হবে বলে জানা গেছে। সেই অনুযায়ী এ অধিবেশনই হবে একাদশ সংসদের শেষ অধিবেশন। তবে সংবিধান অনুযায়ী জরুরি প্রয়োজনে যে কোনো সময় সংসদে অধিবেশন আহ্বান করা যেতে পারে। নতুন সংসদ নির্বাচনের মধ্যে নব নির্বাচিত সদস্যদের শপথ নেওয়া পর আগের সংসদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়।
এদিকে সংসদের এ ২৫তম অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। অধিবেশন শুরুর আগে রোববার সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ সভায় আলোচনার মাধ্যমে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। গত অধিবেশনের পর এই সংসদের তিন জন মারা গেছেন। নিয়ম অনুযায়ী বিগত অধিবেশন শেষ হওয়ার পর কোনো সদস্য মারা গোলে প্রয়াত নতুন অধিবেশন শুরুর দিন সদস্য বা সদস্যদের স্মরণে শোক প্রস্তাব নেওয়া হয়। এরপর সাধারণত ওই দিন অধিবেশন মুলতবি করা হয়। রোববারও শোক প্রস্তাবের পর অধিবেশন মুলতবি করা হবে বলে জানা গেছে।