কক্সবাজারচট্টগ্রাম

কক্সবাজার হাসপাতালে চিকিৎসক মারধরের ঘটনায় কর্মবিরতি, চিকিৎসাসেবা বন্ধ

কক্সবাজার সরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন সজীব কাজী নামে এক চিকিৎসক। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টা থেকে হাসপাতালের জরুরি বিভাগসহ সর্বত্র ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসাররা।

আকস্মিক এ কর্মবিরতিতে হাসপাতালের সব ওয়ার্ডে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। এতে ভর্তি থাকা রোগীরা বেশ বিপাকে পড়েছেন। চিকিৎসা না পেয়ে রোগীদের নিয়ে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন। অনেকে আবার ছুটছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগের সব সেবা বন্ধ আছে। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডেও স্বাস্থ্যসেবা দেওয়া বন্ধ রেখেছেন ইন্টার্ন চিকিৎসকরা। চিকিৎসাসেবা বন্ধ থাকায় হাসপাতালে থাকা রোগীরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চলে যাচ্ছেন।

তবে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসেন জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। তারা তাদের কাজে ফিরে গেছেন। চিকিৎসককে মারধরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে সেনা মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d