চট্টগ্রাম

কর্ণফুলীতে অভিনব কায়দায় বিদ্যুৎ চুরি, দুই গ্রাহককে জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলীর তালুকদার বাড়িতে বাড়ির ফ্যান, লাইট, টিভি ও ফ্রিজ সবই চলছে; কিন্তু বিদ্যুতের মিটার ঘুরে না। কারণ, মিটারের তার টেম্পারিং করে সংযোগ বাইপাস করা হয়েছে।

তার মানে মিটার থাকার পরও অভিনব কায়দায় বিদ্যুৎ চুরির অভিযোগে দুই বাড়িওয়ালাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে মইজ্জ্যারটেক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) উপকেন্দ্র।

শনিবার (৫ জুন) দুপুরে কর্ণফুলীর শিকলবাহার দুই গ্রাহকের বিরুদ্ধে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ৩৮ ধারায় জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলীর মইজ্জ্যারটেক উপ-কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পটিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের (ভারপ্রাপ্ত) নির্বাহী প্রকৌশলী আ. স. ম. রেজাউন নবী।

এছাড়াও উপ-সহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান সরকার বলেন, ‘গোপন সংবাদে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ফকিরা মসজিদ তালুকদার বাড়ির মোহাম্মদ ফরিদ ও মোহাম্মদ কামালের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এতে মিটার থাকা সত্বেও অবৈধভাবে দুই গ্রাহক ভিন্ন কায়দায় বিদ্যুৎ চুরি করার সত্যতা পাওয়া যায়।’

তিনি আরও জানান, ‘এতে অভিযুক্ত দুই গ্রাহকের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মোট ৫ লাখ টাকা জরিমানা করে মামলা দেওয়া হয়।’

সূত্রে আরও জানা যায়, শিকলবাহা ইউনিয়নের এই দুই গ্রাহক দীর্ঘদিন যাবৎ পিডিবির মিটার থাকা সত্ত্বেও গোপনে অবৈধ ভাবে বিদ্যুৎ চুরি করে আসছেন। ফলে, চুরি করে বিদ্যুৎ সংযোগ চালু রাখতে গিয়ে হাতে নাতে ধরা পড়লে পিডিবির অভিযানে জরিমানা গুণতে হয় দুই গ্রাহক কে।

শিকলবাহা ফিডারের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী রাশেদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে দুই গ্রাহককে জরিমানা করা হয় এবং লাইন বিচ্ছিন্ন করা হয়।’

এ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী আ. স. ম. রেজাউন নবী বলেন, ‘বিদ্যুৎ চুরি করার অপরাধে শিকলবাহার দুই গ্রাহকের বিরুদ্ধে জরিমানা করে ৩৮ ধারায় মামলা দায়ের করে বিদ্যুৎ আদালতে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d