কর্ণফুলীতে উল্টে গেল গার্মেন্টস শ্রমিকদের বাস
চট্টগ্রামের কর্ণফুলীতে গার্মেন্টসকর্মী বহনকারী একটি মিনিবাস বাস উল্টে ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার শিকলবাহা কলেজ এলাকার কৃষি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে পটিয়া উপজেলার আনজুরহাট সান ফ্যাশন গার্মেন্টস গামী মিনিবাসটি (চট্রমেট্টো ছ-১১-২০৬৪) রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে পৌছালে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রোড় ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।
আরো পড়ুনঃ গণভবনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের ভিড়
বাসে থাকা ওই গার্মেন্টসের ১৮-২০ জন শ্রমিক ছিল তার মধ্যে ৪-৫ জন শ্রমিক আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে যায়। এতে ৪ থেকে ৫ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।