জাতীয়

কলকাতা যাচ্ছেন এমপি আনারের মেয়ে ডরিন

ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে ভারতের কলকাতায় যাচ্ছেন ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

সোমবার (৩রা জুন) বিকালে ভিসা হাতে পেয়েছেন বলে গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন ডরিন।

জানা গেছে, গত ২৮শে মে কলকাতার নিউ টাউনে সঞ্জিভা গার্ডেন ভবনের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, ওই ভবনের সেপটিক ট্যাংক থেকে পুলিশ কিছু মাংসপিণ্ড উদ্ধার করেছে। এগুলো এমপি আজীমের শরীরের অংশ কি না, তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। তাই ডরিনকে কলকাতায় যেতে হচ্ছে।

এর আগে গত ২৯শে মে ডরিন বলেছিলেন, ‘আমার ভিসাটা দিয়ে দেওয়ার কথা ছিল। ওরা বলেছিল একটা টেক্সট আসবে, ওটা রিসিভ করলে পাসপোর্টটা আজকেই দিয়ে দেবে হয়ত। ভিসাটা পেলেই ভারতে যাব।’

প্রসঙ্গত, গত ১২ই মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে তার খোঁজ পাওয়া না গেলে ১৮ই মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন এমপি আনারের পরিচিত ও ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর এমপি আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। এরপর কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে জানায় ভারতীয় পুলিশ। তারপর থেকে বেরিয়ে আসছে নানা তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d