কাপ্তাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকার আয়োজনে তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে অগ্নিনির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ শুরু হয়। কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সিনিয়র স্টেশন অফিসার মো.শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা, বিএফএম, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত কবির, রাঙামাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো. দিদারুল আলম, উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ হারুন পাশা। প্রশিক্ষণে ৪০ জন নারী-পুরুষ স্বেচ্ছেসেবক অংশগ্রহণ করেন।