কাপ্তাইয়ে ১২টি পানকৌড়ি উদ্ধার
রাঙামাটির কাপ্তাই রেঞ্জের বিএফআইডিসি শিল্প এলাকা থেকে উদ্বারকৃত ১২টি পানকৌড়ি অবমুক্ত করার জন্য রাঙ্গুনিয়া ইকোপার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বনবিভাগ।
শনিবার (১৫ জুন) সকালে কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে এই পানকৌড়িগুলো রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করা হয়।
এর আগে, শুক্রবার (১৪ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শিল্প এলাকার রাস্তার উপর থেকে পানকৌড়িগুলো বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে বনবিভাগ। ধারণা করা হচ্ছে, এগুলো বিক্রয়ের উদ্দেশ্যে এনেছিল পাচারকারীরা। তবে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায় তারা।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই রেঞ্জ অফিসার জানান, বন্যপ্রাণী সুরক্ষায় বনবিভাগ সর্বদা বদ্ধপরিকর। তারই প্রেক্ষিতে শুক্রবার কাপ্তাই রেঞ্জ থেকে উদ্ধার হওয়া ১২টি পানকৌড়ি আজ রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করা হয়েছে।
এ সময় কাপ্তাই প্রেস ক্লাব সাবেক সভাপতি কবির হোসেনসহ রাঙ্গুনিয়া ইকোপার্কের কর্মকর্তা ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।