জাতীয়

কিশোরগঞ্জে চলছে বিএনপি জামাতের হরতাল, গাড়ি ভাঙচুর

বিএনপি জামাতের ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচির পাশাপাশি জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে আধাবেলা হরতাল পালন করছে বিএনপি নেতাকর্মীরা। অন্যদিকে হরতালে যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) সকালে হরতালের সমর্থনে শহরের বত্রিশ এলাকায় ঝটিকা মিছিল করছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় একটি গাড়ি ভাঙচুর করে তারা। পুলিশ আসলে নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এছাড়া শহরের সতাল এলাকায় পিকেটিং করেছে হরতাল সমর্থকেরা। তবে পুলিশ আসার আগেই দ্রুত স্থান ত্যাগ করেন হরতাল সমর্থকরা। অন্যদিকে সদর উপজেলার নীলগঞ্জ রেলওয়ে স্টেশনের কিছুটা অদূরে রেললাইনের ওপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে এছাড়া গাইটাল আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, মানুষের জানমাল রক্ষায় সতর্ক আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধের মধ্যেই রোববার চট্টগ্রাম জেলা ও নগরে সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করছে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

অবরোধের সমর্থনে রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া পান্তারপুকুর এলাকায় মিছিল করেছেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সমর্থকরা। মিছিলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন ও যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ নেতৃত্বে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d