কুয়াশায় চট্টগ্রামে উড়োজাহাজ চলাচল ব্যাহত
ঘন কুয়াশায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এতে কয়েকটি ফ্লাইট উড্ডয়নে বিলম্ব হয়।
নির্ধারিত সময়ে অবতরণও করতে পারেনি বিদেশ থেকে আসা একাধিক ফ্লাইট। তবে গতকাল বুধবার সূর্যের আলো স্পষ্ট হওয়ার পর কুয়াশা কেটে যাওয়ায় আকাশপথে চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার গভীর রাত থেকে চট্টগ্রামে হঠাৎ কুয়াশা দেখা যায়। ঘন কুয়াশার চাদরে মোড়ানো ছিল সকাল পর্যন্ত লম্বা সময়। এতে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে ৬টায় এয়ার এরাবিয়া এবং পৌনে ৯টায় ফ্লাই দুবাইয়ের দুটি ফ্লাইট অবতরণের কথা ছিল। কিন্তু আকাশ পরিষ্কার না থাকায় অবতরণ করতে পারেনি। উড়োজাহাজগুলোকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়।
চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, ঘন কুয়াশা কেটে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এয়ার এরাবিয়া সকাল ১০টা ৪০ মিনিটে এবং ফ্লাই দুবাই সাড়ে ১১টায় চট্টগ্রামে অবতরণ করে।