কৃষিজমির মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা
কৃষিভূমির টপ সয়েল (কৃষিভূমির উপরিভাগের জমি) কেটে জরিমানা গুনলেন খাগড়াছড়ির রামগড়ের এক ব্যক্তি। কৃষিজমির উপরিভাগের মাটি কাটায় মো. হারুন নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে রামগড় পৌরসভার মহামুনি বিজিবি ক্যাম্পের পিছনের কৃষি জমি থেকে স্কেভেটর দিয়ে জমির উপরিভাগের মাটি কেটে পরিবহনের সময় ধরা পড়েন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মমতা আফরিন এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মমতা আফরিন বলেন, অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
কৃষি জমির উপরিভাগের মাটি কাটায় মো. হারুন নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার রাত ৯ টার দিকে রামগড় পৌরসভার মহামুনি বিজিবি ক্যাম্পের পিছনের কৃষি জমি থেকে স্কেভেটর দিয়ে জমির উপরিভাগের মাটি কেটে পরিবহনের সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, ‘অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’