পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

রবিবার (২৮ এপ্রিল) দিবসটি উপলক্ষে সকালে জাতীয় আইনগত সহায়তা সংস্থার উদ্যোগে জজকোর্ট প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আইনগত সহায়তা মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জাতীয় আইসগত সহায়তা সংস্থার জেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজন, জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর,পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা সিভিল সার্জেন্ট ছাবের আহম্মদ,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. শানে আলম,পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা বার অ্যাসোসিয়েশন এর সভাপতি এড্ আশুতোষ চাকমা, নিরোৎপল খীসা প্রমুখ।

বক্তারা অসহায়, নি:স্ব ও দু:স্থ নারী-শিশুসহ অভাবী মানুষকে আইনি সহায়তা নিশ্চিত করতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d