চট্টগ্রামনগরজুড়ে

খুলশীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকার একটি ভবনের পার্কিংয়ের নিচ থেকে চোরাই বাইকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি চোরাই বাইক উদ্ধার করা হয়।

রবিবার (১৫ অক্টোবর) নাসিরাবাদ এলাকার আলফালা গলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন।তিনি জানান, আলফালা গলি এলাকার একটি ভবনের নিচতলার পার্কিং থেকে চারটি চোরাই বাইকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা বিভিন্ন স্থান থেকে চোরাই বাইক সংগ্রহ করে। এরপর ইঞ্জিন নাম্বার ও চেসিস নাম্বার ঘষামাজা করে, কালার পরিবর্তন করে। পরে জাল-জালিয়াতির মাধ্যমে ডিজিটাল নাম্বার প্লেট স্থাপন করে ভুয়া ডকুমেন্টস বানিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে। আসামিরা পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সদস্য। এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d