দেশজুড়ে

গরুর মাংস বিক্রি হবে ৬০০ টাকা কেজি দরে

৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান উপলক্ষে আগামী রবিবার (১০ মার্চ) থেকে এ কার্যক্রম শুরু হবে।

সোমবার (৪ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান। তিনি বলেন, শুরুতে ঢাকা শহরে ৩০টি স্পটে গরুর মাংস বিক্রি করা হবে। আগামী ১০ মার্চ বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হবে। এটি ঈদের আগের দিন পর্যন্ত চলবে।

ভ্রাম্যমাণ ট্রাকে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা, ড্রেসিং করা ব্রয়লার মুরগি ২৮০ টাকা এবং ডিম ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হবে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান বলেছেন, রমজান মাসে আমরা কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করবো। ভ্রাম্যমাণ এই পণ্য বিক্রির কার্যক্রম রমজানে বাজার নিয়ন্ত্রণে সহায়তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d