আন্তর্জাতিক

গাজায় ২৪ সাংবাদিক হত্যা, ডিকাবের উদ্বেগ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাংবাদিকদের টার্গেট করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)।

শুক্রবার (২৭ অক্টোবর) ডিকাবের সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এক বিবৃতিতে গাজা উপত্যকায় নিরীহ সাংবাদিকদের টার্গেট করে হত্যার নিন্দা জানিয়ে বলেন, এটি তাদের পরিবারের অপূরণীয় ক্ষতি।

দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হত্যা একটি জঘন্য অপরাধ ও কাপুরুষোচিত কাজ। গাজায় নিরপরাধ সাংবাদিক হত্যার বিরুদ্ধে বিশ্বকে এখন সোচ্চার হতে হবে।
জাতিসংঘের তত্ত্বাবধানে এসব হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে ডিকাব। একই সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

নিরপরাধ সাংবাদিকদের হত্যা থেকে বিরত থাকার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ডিকাব।

প্রসঙ্গত, গাজা উপত্যকায় নিরীহ সাংবাদিকদের প্রায়ই টার্গেট করা হচ্ছে। গত ৭ অক্টোবর থেকে কমপক্ষে ২৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d