আন্তর্জাতিক

গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি ভয়াবহ হচ্ছে: জাতিসংঘ

দিন দিন আরও ভয়াবহ হচ্ছে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি। খাবারের অভাবে প্রতিদিনই প্রাণ যাচ্ছে অসহায় গাজাবাসীর। বেশি ভুগতে হচ্ছে শিশু ও বৃদ্ধদের। সম্প্রতি এক বিবৃতিতে সতর্ক করেছে জাতিসংঘ। রোববার (২ জুন) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

জাতিসংঘ জানায়, শিগগিরই পর্যাপ্ত পরিমাণ ত্রাণ প্রবেশ নিশ্চিত না করতে পারলে পরিস্থিতি আরও ভয়ানক হবে। জানানো হয়, অক্টোবরের তুলনায় গত কয়েকমাসে উপত্যকায় ত্রাণ প্রবেশ কমেছে প্রায় ৭০ শতাংশ। যেখানে এপ্রিলেও দিনে প্রায় দুইশ’ ট্রাক ত্রাণ ঢুকতো উপত্যকায়, সেখানে গত মাসে উপত্যকাটিতে ত্রাণের ট্রাক ঢুকেছে মাত্র ৫৮টি।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নিষেধাজ্ঞা সত্ত্বেও রাফা শহরে ঢুকে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। হামলা শুরুর পর থেকেই অবনতি হয়েছে পরিস্থিতি। সম্প্রতি এক হামলায় একটি শরণার্থী শিবিরে কমপক্ষে ৪৫ জন নিহত হয়। আহত হয় ২০০ জনের বেশি।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে অন্তত ৩৬ হাজার ৩৭৯ ফিলিস্তিনি। আহত কমপক্ষে ৮২ হাজার ৪০৭ জন। আর হামাসের হামলায় নিহত হয়েছে ১ হাজার ১৩৮ ইসরায়েলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d