আন্তর্জাতিক

গাজার সুড়ঙ্গ নেটওয়ার্কে তীব্র লড়াই

গাজায় হামাসের ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কে তুমুল লড়াই চলছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ইসরাইল জানিয়েছে, হামাসের টানেল নেটওয়ার্ক ধ্বংস করার লক্ষ্যে অভিযান চলছে। গাজায় মাটির নিচে হামাসের বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক রয়েছে। ইসরাইলের দাবি, এই নেটওয়ার্ক ধ্বংস করার আগে যুদ্ধ বন্ধ করবে না তারা।

ইসরাইলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, সোমবার থেকে সম্মিলিত আইডিএফ বাহিনী প্রায় ৩০০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট উৎক্ষেপণ পোস্ট রয়েছে। সেইসঙ্গে হামাসের ভূগর্ভস্থ টানেলের ভিতরে সামরিক কম্পাউন্ডও ধ্বংস করা হয়েছে।

আইডিএফ বলেছে, স্থল সেনারা সন্ত্রাসীদের হত্যা করেছে এবং বিমান বাহিনীকে লক্ষ্যবস্তু ও সন্ত্রাসী অবকাঠামোতে রিয়েল-টাইম হামলার নির্দেশ দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার ইসরাইলি বাহিনী গাজার প্রধান উত্তর-দক্ষিণ সড়ককে লক্ষ্যবস্তু করে অভিযান চালায়। দুই দিক থেকে গাজা শহর আক্রমণ করে। ইসরাইল জানিয়েছে, তাদের সেনারা হামাসের বন্দিদশা থেকে এক সৈন্যকে মুক্ত করেছে।

এদিকে, হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, মঙ্গলবার ভোরে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে তারা। দক্ষিণ গাজায় তারা ইসরাইলের সেনাদের উপর মেশিনগান দিয়ে আক্রমণ করেছে এবং আল-ইয়াসিন ১০৫ মিসাইল দিয়ে চারটি গাড়ি ধ্বংস করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d