চট্টগ্রামরাজনীতি

গোপন ভোটে বোয়ালখালী উপজেলার প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

শপথ নেওয়ার একদিন পরই বৃহস্পতিবার (১৩ জুন) অনুষ্ঠিত হলো চট্টগ্রামের বোয়ালখালীর ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জাহেদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবদুচ ছালাম। বিশেষ অতিথি ছিলেন ইউএনও ইমরান হোসাইন সজীব।

উপস্থিত ছিলেন পৌর মেয়র ও নয়টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে দুই পক্ষের স্নায়ুযুদ্ধ ছিল। এই বিষয়ে ঐক্যমত্য দেখা যায়নি।

গোপন ভোটে ৬ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মীর নওশাদ। ৪ ভোট পান মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা। এতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা ভোটদানে বিরত থাকেন।

উল্লেখ্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মীর নওশাদ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী এবং উম্মে সালমা স্থানীয় এমপি আবদুচ ছালামের অনুসারী হিসেবে পরিচিত।

এছাড়াও সভায় উপজেলা পরিষদের ১৭টি কমিটি গঠনে ইউএনওকে দায়িত্ব অর্পণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d