চট্টগ্রাম

গ্রাহকের টাকা আত্মসাৎ, ব্যাংকের গার্ডের বিরুদ্ধে মামলা

পূবালী ব্যাংকের এগারোজন গ্রাহকের ৭৭ লাখ ৮২ হাজার টাকা স্থানান্তর ও আত্মসাতের অভিযোগে ব্যাংকের চাকরিচ্যুত এক সিনিয়র মেসেঞ্জার কাম গার্ডের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা সমন্বিত-২ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি হলেন— পূবালী ব্যাংকের সিনিয়র মেসেঞ্জার কাম গার্ড (চাকুরীচ্যুত) আবুল কালাম আজাদ (৩১)। তিনি ব্যাংকের সন্দ্বীপ উপজেলার শিবেরহাট শাখায় কর্মরত ছিলেন। সন্দ্বীপ থানার মুছাপুর ৯ নম্বর ওয়ার্ড বেলাল মাস্টার বাড়ির হাজী মো. ইব্রাহীমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের শিবেরহাট শাখার ২ জন গ্রাহকের স্বাক্ষরিত চেক কৌশলে গ্রহণ করে পরবর্তীতে তা ব্যবহার করেন। এছাড়াও ৯ জন গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের আইডি এবং পাসওয়ার্ডও কৌশলে জেনে তা ব্যবহার করে। এর মাধ্যমে তিনি শাখার ১১ জন গ্রাহকের ১১টি ব্যাংক হিসাব থেকে ৭৭ লাখ ৮২ হাজার টাকা আত্মসাৎ করে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪(৩) ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তদন্তকালে ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলেও সেটি আমলে নেওয়া হবে বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এর ইনচার্জ ও উপ-পরিচালক আতিকুল আলম জানান, দুর্নীতির মাধ্যমে গ্রাহকের টাকা স্থানান্তর, হস্তান্তর ও আত্মসাৎ করার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d