ঘর থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার
বিনোদন দুনিয়ায় একের পর এক শুধু খারাপ খবর। এক অভিনয়শিল্পীকে হারানোর শোক কাটিয়ে উঠার আগেই আরেক জনের মৃত্যুর খবর উঠে আসছে সংবাদমাধ্যমে। এবার মারা গেলেন মালয়ালাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রেঞ্জুশা মেনন।
সোমবার (৩০ অক্টোবর) নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।
এ অভিনেত্রী কেরলের তিরুবনন্তপুরমে ভাড়া অ্যাপার্টমেন্টে থাকতেন। সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরাও থাকতেন। সোমবার সকালে দীর্ঘক্ষণ তার রুম বন্ধ থাকায় সন্দেহ হয় পরিবারের অন্যান্য সদস্যদের।
তারা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অভিনেত্রীকে। পরে স্থানীয় শ্রীকারিয়াম পুলিশকে অবগত করা হয় বিষয়টি। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা করেছেন রেঞ্জুশা। এ ঘটনায় তদন্তও শুরু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত এখনই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাবে না বলেও জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীটি।
প্রসঙ্গত, দেশটির অন্য একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ‘‘এন্তে মাথাভু’, ‘মিসেস হিটলার’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেছেন রেঞ্জুশা। এছাড়া ‘ভারান ডক্তারানু’ ধারাবাহিকে কৌতুক চরিত্রে অভিনয় করেও নজর কাড়েন তিনি। আর বর্তমানে তাকে ‘আনন্দরাগম’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল।
এ অভিনেত্রীকে কিছু রান্নার শোয়ে উপস্থাপিকার ভূমিকায়ও দেখা গেছে। পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। ‘সিটি অফ গড’, ‘মেরিকুনদুরু কুনজাদু’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।