ঘূর্ণিঝড় হামুন: লক্ষ্মীপুর থেকে ভোলা-বরিশাল লঞ্চ-ফেরি বন্ধ
লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীর হাট থেকে ভোলা ও বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া এ রুটের ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে নদীতে দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিআইডব্লিউটিএ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে লঞ্চগুলোকে নোঙর করে রাখতে দেখা গেছে।
লঞ্চের কর্মচারীরা জানিয়েছেন, সোমবার রাত থেকে নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে লঞ্চ চলাচল শুরু হবে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত ফেরি চলাচল করায় এ রুটের যাত্রীরা ফেরি দিয়ে পার হয়েছে বলে জানা গেছে। ফলে সন্ধ্যার দিকে ভোলা-বরিশালগামী যাত্রীদের তেমন একটা চাপ দেখা যায়নি।
মো. সুমন নামে লঞ্চের একজন কর্মচারী বলেন, প্রশাসনের পক্ষ থেকে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সোমবার রাত থেকে বন্ধ রেখেছি। মঙ্গলবার সারাদিনে এ ঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নিষেধাজ্ঞা উঠে গেলে লঞ্চ চলাচল শুরু হবে।
মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক মো. রেজাউল করিম বলেন, মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে বুধবার দুপুরের পর থেকে ফেরি চলাচল শুরু হবে।
এদিকে মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হওয়ায় মজুচৌধুরীর হাট থেকে স্পিডবোট, লঞ্চ, স্টিমারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।