চট্টগ্রামজাতীয়নগরজুড়ে

চট্টগ্রামে কৃষকদের কাছ থেকে ধান-চাল কিনছে সরকার

সারা দেশের মতো চট্টগ্রামেও চলতি মৌসুমে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। জেলার কৃষক ও মিল মালিকদের কাছ থেকে এসব ধান ও চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে ধান সরাসরি কৃষকদের কাছ থেকে এবং চাল সংগ্রহ করা হবে মিল মালিকদের কাছ থেকে।

এতে প্রতি কেজি আমন ধান ৩০ টাকা, প্রতি কেজি আমন সেদ্ধ চাল ৪৪ টাকা ও আমন আতপ চালের দাম ৪৩ টাকা কেজি নির্ধারণ করা হয়।সরকারের ধান-চাল সংগ্রহের এই কার্যক্রম চলবে আগামী ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি মৌসুমে আমন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০৬ মেট্রিক টন। একইভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ১৪৭ মেট্রিক টন।এর মধ্যে তিন উপজেলা থেকে চাল সংগ্রহের ৮০৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রার মধ্যে সীতাকুণ্ডে ২৬৬, ফটিকছড়িতে ৪১৬ ও পটিয়ায় ১২৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব চাল এ তিনটি উপজেলার চাল কল মালিকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

একইভাবে, ছয় হাজার ১৪৭ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার মধ্যে সন্দ্বীপে ৫৫৩, মীরসরাইয়ে ৭২১, সীতাকুণ্ডে ২১৮, ফটিকছড়িতে ৭৯৪, হাটহাজারীতে ৩১৪, রাউজানে ৪৩১, রাঙ্গুনিয়ায় ৫৫৯, বোয়ালখালীতে ১৬৫, পটিয়ায় ৩৮৫, চন্দনাইশে ২৯৯, সাতকানিয়ায় ৪৩৪, লোহাগাড়ায় ৪০০, বাঁশখালীতে ৫৫৯, আনোয়ারায় ২৬৮ ও কর্ণফুলীতে ৪৭ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।কৃষি অফিস জানিয়েছ, চট্টগ্রামে চলতি মৌসুমে ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত লাখ ৮৭ হাজার ৩৩৪ মেট্রিক টন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) চট্টগ্রাম, ফখরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রামে সারা দেশের মতো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। এবার চট্টগ্রামে ধান ছয় হাজার ১৪৭ মেট্রিক টন এবং চাল সংগ্রহে ৮০৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেদ্ধ চাল সংগ্রহ করা হবে জেলার তিন উপজেলা থেকে। একইভাবে ধান সংগ্রহ করা হবে জেলার ১৫টি উপজেলা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d