চট্টগ্রাম

চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রামে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়কের কোথাও গোড়ালি থেকে হাঁটু পরিমাণ পানি জমেছে। যা ভোগান্তিতে ফেলেছে কাজে বের হওয়া লোকজনকে।

থেমে থেমে চলা বৃষ্টিতে নগরীর বাকলিয়া, শুলকবহর, কাতালগঞ্জ, চকবাজার ও পাঁচলাইশ আবাসিকসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪১ মিলিমিটার। বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, নগরবাসীর অভিযোগ- বৃষ্টি হলেই চট্টগ্রামে জলাবদ্ধতা হয়। এটিই নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতার অভিশাপ থেকে নগরবাসীকে মুক্তি দিতে সরকার একের পর এক বড় বড় প্রকল্প হাতে নিয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই তিন সংস্থা প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে মোট চারটি প্রকল্প বাস্তবায়ন করছে। গত ৯ বছর ধরে এসব প্রকল্প বাস্তবায়ন হতে থাকলেও তার কোনো সুফল নগরবাসী পাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d