চট্টগ্রামে তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে চট্টগ্রামে গ্রেফতার তিনজনকে এইচএসসি পরীক্ষার্থী বিবেচনায় জামিন দিয়েছে আদালত।
শুক্রবার (২ আগস্ট) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতের বিচারক কাজী শাহিদুল ইসলাম শুনানি শেষে তাদের জামিন দেন।
জামিন প্রাপ্তরা হলেন, লোহাগাড়া থানার মামলায় গ্রেফতার আবদুল্লাহ মোঃ তাহির, রাউজান থানার মামলায় গ্রেফতার মনিরুল ইসলাম আরিফ ও বাঁশখালী থানার মামলায় গ্রেফতার রেজাউল আজিম।
রাষ্ট্রপক্ষে ছিলেন, চট্টগ্রাম জেলা পিপি এড. শেখ ইফতার সাইমুল চৌধুরী। জেলা কোর্ট পুলিশ পরিদর্শক জাকের মাহমুদ।
বিষয়টি নিশ্চিত করে জেলা পিপি এড. শেখ ইফতার সাইমুল চৌধুরী বলেন, জামিন শুনানিতে আমরা রাষ্ট্রপক্ষ উপস্থিত ছিলাম। আসামি পক্ষের কৌশলীদের পৃথক পৃথক বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শুনানিতে এইচএসসি পরিক্ষার্থী বিবেচনায় দুই হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।
আমাদের পক্ষ থেকে আহবান সাম্প্রতিক ঘটনায় এ ছাড়া অন্য কোন এইচএসসি পরিক্ষার্থী গ্রেফতার হয়ে থাকলে দ্রুত অবিভাবকদেরকে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।