চট্টগ্রামে তৃষ্ণার্তদের পাশে শরবত নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা
তীব্র দাবদাহে নাকাল জনজীবন। প্রখর রোদ আর প্রচণ্ড তাপে খোলা আকাশের নিচে দুদণ্ড দাঁড়িয়ে থাকা যেখানে কঠিন সেখানে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমিক, মেহনতি মানুষদের নিত্য ছুটতে হয় দৈনন্দিন কাজেকর্মে। চড়া রোদে শরীর থেকে ঝড়াতে হয় ঘাম। এমন ঘর্মাক্ত নিন্ম আয়ের মানুষের মুখে প্রশান্তির হাসি ফোটাতে বিশুদ্ধ পানি, শরবত, স্যালাইন ও ক্যাপ নিয়ে পাশে দাঁড়িয়েছেন নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
শুক্রবার (২৬ এপ্রিল) নগরীর ছোটপুল জেলা পুলিশ লাইনের সামনে ও বুধবার দুপুরে আগ্রাবাদ মোড় এলাকায় বিশুদ্ধ পানি, শরবত, খাবার স্যালাইন, হাতপাখা ও ক্যাপ বিতরণ করা হয়।
শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে এসব বিতরণ করা হচ্ছে জানিয়ে আজিজুর রহমান আজিজ বলেন, ‘কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে মানুষের কষ্ট বেড়েছে। বিশেষত খেটে খাওয়া ভাসমান মানুষ ও শ্রমিকদের কষ্ট সীমাহীন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ অবস্থায় বসে থাকতে পারে না। রাজনীতির প্রধান উদ্দেশ্য হলো মানবসেবা করা। তাই মাননীয় শিক্ষামন্ত্রী প্রিয়নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের নির্দেশনায় নগরীর সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘যতদিন এই তীব্র দাবদাহ থাকবে ততদিন আমরা এ কর্মসূচি চালিয়ে যাব। রাজনীতিবিদদের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের উচিত এমন দুর্দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।’
সরেজমিন দেখা যায়, গরমে কাহিল কোনো মানুষকে দেখলেই শরবত নিয়ে এগিয়ে যাচ্ছে আয়োজন সংশ্লিষ্টরা। এবং তা মিষ্টি হাসি দিয়ে সানন্দে গ্রহণ করছে রিকশাচালকসহ পথচারীরা। গাড়ি জানালার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে চালকদের মুখে তুলে দেওয়া হচ্ছে শরবত। এভাবে প্রতিদিন উল্লেখ্য দুই এলাকার খেটে খাওয়া মানুষদের মাঝে বিশুদ্ধ পানি, শরবত, খাবার স্যালাইন, হাতপাখা ও ক্যাপ বিতরণ করা হচ্ছে।
প্রতিদিনের কর্মসূচিতে নগর স্বেচ্ছাসেবক লীগের থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীসহ স্থানীয় মানুষজন উপস্থিত থাকেন।