চট্টগ্রামশিক্ষা

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দনিক সাজসজ্জা ও আলো ঝলমলে সন্ধ্যায় অনুষ্ঠিত হল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সেনা পরিবার কল্যাণ সমিতি চট্টগ্রাম অঞ্চলের সভানেত্রী ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্টেশন সদর দপ্তর চট্টগ্রামের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক সিকদার। বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থীরা বার্ষিক এ আনন্দ আয়োজনে পুরস্কার গ্রহণ করতে পেরে তাদের চোখেমুখে ছিল আনন্দের দিপ্তী। পাঁচ সহস্রাধিক সমবেত অভিভাবক উপভোগ করেন দেশীয় সংস্কৃতির আলোকে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মনোমুগ্ধকর।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বলেন, শিক্ষাই একটি জাতিকে আঁধার থেকে আলোর পথের সন্ধান দেয়। তাই জাতির মানসগঠন ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ আধুনিক শিক্ষাদান পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে ধারণ করে দেশসেবার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d