চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর প্রধান সড়কে ব্যাটারিচালিত যানবাহন নিষিদ্ধ ঘোষণা

চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকসহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ এসব যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।

তিনি বলেন, আগামীকাল সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে সহায়তা করার জন্য নগরীর নাগরিকদের অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d