চন্দনাইশে গণপিটুনিতে চোরের মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ওই যুবক মারা যান।
শনিবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার বৈলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চন্দনাইশের বৈলতলী এলাকায় ব্যাটারিচালিত রিক্সা চুরি করে নিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে ওই যুবক গুরুতরভাবে আহত হন। তাকে সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে লাশটি। নিহত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তবে যুবকের বাড়ি সাতকনিয়ায় বলে জানা গেছে।