চবির ইতিহাস বিভাগের নতুন সিলেবাসে শহীদ দুই শিক্ষার্থীর স্মৃতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের নতুন প্রকাশিত সিলেবাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই শিক্ষার্থী হৃদয় চন্দ্র তড়ুয়া ও মোহাম্মদ ফরহাদ হোসেনের স্মৃতি উৎসর্গ করা হয়েছে।
সোমবার প্রকাশিত সিলেবাসের তৃতীয় পৃষ্ঠায় তাদের ছবি ছাপানো হয়েছে এবং ইংরেজিতে লেখা হয়েছে, “আমাদের দুই শহীদ শিক্ষার্থীর স্মৃতিতে উৎসর্গিত, যারা ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের জীবন উৎসর্গ করেছিলেন।”
বিভাগের প্রভাষক মোহাম্মদ নুরুল হামিদ জানান, শহীদ দুই শিক্ষার্থীর স্মৃতি ধরে রাখতে বিভাগের একাডেমিক কমিটির সভায় সকল শিক্ষকের সম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন হৃদয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই তার মৃত্যু হয়। অপরদিকে গত ৪ আগস্ট নিজ জেলা মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে নিহত হন ফরহাদ হোসেন।