চট্টগ্রাম

চবির ঝরনায় ঘুরতে গিয়ে লাশ হলো স্কুলছাত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝরনায় ঘুরতে এসে জুনায়েদ নামে এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে জুনায়েদ নিখোঁজ হয়। রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল।

নিখোঁজ জুনায়েদ নগরের মহসিন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন একসঙ্গে ঘুরতে আসা নগরের প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র রিমন।

জানা গেছে, নগরীর প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির কিছু ছাত্রের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র জুনায়েদ। দুপুর পৌনে বারোটার দিকে তারা ঝরনায় গোসল করতে নামেন। এক পর্যায়ে ১২টা দিকে তারা বুঝতে পারেন যে জুনায়েদকে আশেপাশে দেখা যাচ্ছে না। এরপর ঝরনা ও আশেপাশের পাহাড়ে দীর্ঘক্ষণ খুঁজেও না পেয়ে তারা শহরে ফিরে যান।

এরপর বিকেলে জুনায়েদের বন্ধু রিমনসহ পরিবারের লোকজন ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানালে প্রশাসন ফায়ার সার্ভিসের সহায়তায় তল্লাশি শুরু করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. অহিদুল আলম বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসেছি। কয়েক ঘণ্টার তল্লাশি শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করেছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d