চট্টগ্রাম

চবির ভর্তি পরীক্ষা: বি ইউনিটে ৭১ শতাংশই ফেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে ৫৭ হাজার ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ৬৯২ জনই ফেল করেছে। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৭১ দশমিক ৩ শতাংশ।

এছাড়া পাস করেছে ১৬ হাজার ৩৮৩ জন। পাসের হার ২৮ দশমিক ৭ শতাংশ।

মঙ্গলবার (১২ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১ আসনের বিপরীতে আবেদন করেন ৬৫ হাজার ২৬৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫৭ হাজার ৭৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d