চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়রাজনীতি

চবি ছাত্রলীগের নতুন কমিটির জন্য জীবন বৃত্তান্ত চায় কেন্দ্রীয় ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহবান করা হয়েছে। ছাত্রলীগের ভেরিফায়েড পেজে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

শনিবার (১৪ অক্টোবর) রাত ১০টায় কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কামিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। উক্ত কমিটিতে পদপ্রত্যাশীদের দুই কপি জীবন বৃত্তান্ত আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d